পানছড়িতে কমিউনিটি পুলিশিং বিষয়ক সভা

Published: 02 Mar 2017   Thursday   

‘পুলিশই জনতা-জনতাই পুলিশ’ এ শ্লোগান নিয়ে বৃহস্পতিবার খাগড়াছড়ির পানছড়িতে কমিউনিটি পুলিশিং বিষয়ক সভা হয়েছে।


পানছড়ি থানার হলরুমে সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মোঃ মজিদ আলী বিপিএম-সেবা, বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ মোঃ ফরহাদ।


পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আঃ জব্বারের সভাপতিত্বে ও পানছড়ি থানার এস আই ই্উনুস আলীর সঞ্চালনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন খাগড়াছড়ির পুলিশ সুপার মোঃ মজিদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ মোঃ ফরহাদ, পানছড়ি উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান বকুল চন্দ্র চাকমা,  পানছড়ি ডিগ্রী কলেজের অধ্যক্ষ সমীর দত্ত চাকমা, পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন সিদ্দিক, লতিবান ইউপি চেয়ারম্যান বিজয় চাকমা, পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাহায় মিয়া, সাধারন সম্পাদক জয়নাথ দেব, অবসরপ্রাপ্ত শিক্ষক সত্য নারায়ন চাকমা প্রমূখ।


সভা শুরুর আগে পানছড়ি থানা ভবনের গেইট ও সীমানা প্রাচীর নির্মাণসহ গভীর নলকুপ স্থাপন উদ্বোধন করেন পুলিশ সুপার মজিদ আলী।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত