গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বৃদ্ধির প্রতিবাদে রাঙামাটিতে বিএনপি’র অবস্থান কর্মসূচী

Published: 02 Mar 2017   Thursday   

গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার রাঙামাটিতে অবস্থান কর্মসূচী পালন করেছে জেলা বিএনপিসহ সহযোগী সংগঠনগুলো।


শহরের জেলা বিএনপি’র কার্যালয়ের সামনে দলের কয়েশ নেতা কর্মী এই অবস্থান কর্মসূচীতে অংশ নেয়। অবস্থান কর্মসূচী চলাকালে জেলা বিএনপি’র সভাপতি মোঃ শাহ আলম, সাধারণ সম্পাদক দীপেন দেওয়ানসহ অন্যান্য নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।


বক্তারা গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যে বৃদ্ধি কারণে সরকারের সমালোচনা করে বলেন, বর্তমান অগতান্ত্রিক সরকার একের পর এক গণ বিরোধী কাজ করে চলেছে। যাতে জনগণের দূর্ভোগ চরমে উঠেছে। বক্তারা অবিলম্বে নির্দলীয় সরকারের নির্বাচন দিয়ে সবদলের অংশগ্রহণের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার কায়েম করতে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত