রোববার রাঙামাটিতে সিটিজেনস রিপোর্ট কার্ড প্রাথমিক শিক্ষা খাত-২০১৬ এর তথ্য যাচাইকরণ বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়।
আশিকা সন্মেলন কক্ষে গণস্বাক্ষর অভিযানের সহায়তায় স্থানীয় এনজিও সংস্থা সাসের উদ্যোগে আয়োজিত কর্মশালায় প্রাথমিক শিক্ষার মান নির্নয়ের নাগরিক জরিপের মূল প্রবন্ধ পাঠন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাজমুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি সদও উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুন কান্তি চাকমা। বক্তব্যে দেন গণস্বাক্ষর অভিযানের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সাংবাদিক সাখাওয়াত হোসেন রুবেল, আরিফুর রহমান খান,সাসের নির্বাহী পরিচালক নুকু চাকমা। কর্মশালায় কক্সবাজার ও রাঙামাটি জেলার জরিপকৃত বিদ্যালয়ের শিক্ষক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।
কর্মশালায় বক্তারা প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.