সোমবার রাঙামাটিসহ তিন পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা ডেকেছে পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ

Published: 05 Mar 2017   Sunday   

রাঙামাটি মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ ও ভর্তিতে পার্বত্য কোটা চালু, সংশোধিত পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন বাতিলসহ ৮ দফা দাবিতে সোমবার রাঙামাটিসহ তিন পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ।

 

এদিকে,রোববার বিকালে রাঙামাটিতে হরতালের সমর্থনে পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের জেলা শাখার সাধারন সম্পাদক জাগাঙ্গীর আলমের নেতৃত্বে একটি মিছিল বের করা হয়। মিছিলটি কাঠালতলীস্থ পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ জেলা শাখা কার্যালয় থেকে বনরুপা ঘুরে আবারও সংগঠনের কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে এক সংরক্ষিপ্ত বক্তব্যে পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের জেলা শাখার সাধারন সম্পাদক জাগাঙ্গীর আলম বলেন, তাদের ৮ দফা দাবী সরকার দাওয়া-ধাওয়া পূরণ করা না হলে তিন পার্বত্য অচল করে দেওয়া হবে।

 

পার্বত্য ছাত্র পরিষদের রাঙামাটি জেলা শাখার সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম জানান, রাঙামাটি মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ ও ভর্তিতে পার্বত্য কোটা চালু, সংশোধিত পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন বাতিলসহ ৮ দফা দাবিতে রাঙামাটি,খাগড়াছড়ি ও বান্দরবানে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬ট পর্ষন্ত হরতাল আহŸান করা হয়েছে। হরতাল চলাকালে পরীক্ষার্থী, সংবাদপত্রের গাড়ী,জরুরী রোগী পরিবহনের এ্যাম্বুলেন্স,বিবাহের গাড়ী আওতামুক্ত থাকবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত