লামায় উদযাপিত হল ৩৩ আনসার ব্যাটালিয়নের প্রতিষ্ঠা বার্ষিকী

Published: 10 Feb 2015   Tuesday   

বান্দরবানের লামায়  মঙ্গলবার ৩৩ আনসার ব্যাটালিয়নের ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

 

‘শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও নিরাপত্তায় সর্বত্রই আমরা’ এ শ্লোগানকে সামনে রেখে চাম্পাতলীস্থ ব্যাটালিয়নের সদর দপ্তর মাঠে এক প্রীতিভোজের আয়োজন করা হয়। এতে অতিথিদের মধ্যে লামা উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী, আলীকদম উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সামসুন নাহার সুমি, বিভাগীয় বন কর্মকর্তা রফিকুল ইসলাম চৌধুরী, লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার আল্ মাহমুদ হাসান, সেনাবাহিনীর আলীকদম জোনের ক্যাপ্টেন ফয়সাল আহমেদ, থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম, মাতামুহুরী ডিগ্রী কলেজ অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু তাহের মিয়া ও শারাবান তহুরা, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানীর লামা লীপ এরিয়া ম্যানেজার ফয়সাল, লামা আর্মি ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. এনামুল হক, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা দোলোয়ার হোসেন, পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর আবু তাহের, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জহিরুল ইসলাম, লামা প্রেসক্লাবের সহ-সাধারন সম্পাদক মো. ফরিদ উদ্দিন, অর্থ সম্পাদক মো. নুরুল করিম আরমান, সদস্য রফিক সরকার ও এম. বশিরুল আলমসহ স্থানীয় গন্যমান্য, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানের শুরুতে আনসার ব্যাটালিয়নের অধিনায়ক হাফিজ আল্ মুয়াম্মার গাদ্দাফী কুশল বিনিময়ের মাধ্যমে অতিথিবৃন্দকে বরন করে নেন। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে লটারী, বিভিন্ন খেলাধুলার আয়োজন ছাড়াও সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত