রাঙামাটিতে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের বিক্ষোভ

Published: 27 Apr 2017   Thursday   

খুন, অপহরণ, চাঁদাবাজি বন্ধসহ সেনাক্যাম্প বৃদ্ধির দাবিতে বৃহস্পতিবার রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সামাবেশ করেছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ।

 

জেলা প্রশাসন কার্যালয় চত্বরে সমাবেশে বক্তব্যে রাখেন, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের সহ-সম্পাদক নাজিম উদ্দিন, সিনিয়র সহ-সম্পাদক সাখাওয়াত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, পার্বত্য নাগরিক পরিষদের জেলা কমিটির আহ্বায়ক বেগম নুরজাহান প্রমুখ। এর আগে একটি মিছিল রাঙামাটি পৌরসভা চত্বর থেকে শুরু করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।

 

সামাবেশে  বক্তারা  মোটর সাইকেল চালক ছাদিকুল হত্যার সুষ্ঠ বিচার ও দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং তার পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরনের দাবী জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত