সাজেকে খাদ্য সংকট মোকাবেলায় জেলা পরিষদের খাদ্য বিতরণ

Published: 04 May 2017   Thursday   

বাঘাইছড়ি উপজেলার দূর্গম সাজেক ইউনিয়নের খাদ্য সংকট মোকাবেলায় ত্রাণ সহায়তা হিসেবে খরাপীড়িত মানুষের মাঝে বৃহস্পতিবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ থেকে খাদ্যশস্য বিতরণ করা  হয়েছে। 

 

রুইলুই পাড়ায়সহ দুর্গত এলাকার মাঝে ১০ মেট্রিক টন এ খাদ্যশষ্য বিতরণ করা হয়। বিতরণকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, সবির কুমার চাকমা, অমিত চাকমা রাজু, রেমলিয়ানা পাংখোয়া, বাঘাইছড়ি উপজেলা পরিষদ পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান দীপ্তিমান চাকমা, সুমিতা চাকমা’সহ স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্যব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

 

বিতরণকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্যরা বলেন, যে কোন সংকট সাহসীকতার সাথে মোকাবেলা করতে হবে। যে কোন প্রয়োজনে পার্বত্য জেলা পরিষদ আর্তমানবতার সেবায় নিয়োজিত থাকবে উল্লেখ করে সদস্যবৃন্দরা বলেন, দূর্গম এলাকার কোন মানুষ যাতে না খেয়ে না থাকে এবং স্বাভাবিক জীবন যাপন করতে পারে সে সহযোগিতা অব্যাহত থাকবে। এলাকাবাসীকে মনোবল না হারিয়ে ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত