মানুষ হত্যার প্রতিবাদ ও এসএসসি পরীক্ষা নির্বিঘ্নে করার দাবীতে  খাগড়াছড়িতে মানববন্ধন

Published: 11 Feb 2015   Wednesday   

দেশব্যাপী সহিংস ঘটনায় মানুষ হত্যার প্রতিবাদ ও এসএসসি পরীক্ষা নির্বিঘ্নে করার দাবীতে বুধবার খাগড়াছড়িতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

 

শহরের শাপলা চত্বরে খাগড়াছড়ির সম্মিলিত সামাজিক উদ্যোগের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সামাজিক, ক্রীড়া সংগঠন, প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার শতাধিক মানুষ অংশগ্রহন করেন। এ সময় সুশাসনের জন্য নাগরিক (সুজন)’র খাগড়াছড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট নাছির উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু দাউদ, সনাতন ছাত্র যুব পরিষদের সভাপতি প্রভাত তালুকদার, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের প্রতিনিধি মোঃ শাহাদাৎ হোসেন, ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের সভাপতি উবিক মোহন ত্রিপুরা, মারমা স্টুডেন্ট ফোরামের সভাপতি সাপ্রু মারমা এবং বৈশাখী টিভি’র প্রতিনিধি অপু দত্ত।

 

মানববন্ধনে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পৌরসভার প্যানেল মেয়র এটিএম রাশেদ উদ্দিন, খাগড়াছড়ি মহিলা কল্যান সমিতির সভানেত্রী শেফালিকা ত্রিপুরা, প্রথম আলো বন্ধু সভার সভাপতি নজরুল ইসলাম বাবলু, এডভোকেট রতন কুমার দে, শ্রমিক নেতা রনজিৎ দাশ প্রমুখ।

 

মানববন্ধন থেকে অবিলম্বে সকল সহিংস ঘটনা বন্ধ ও এসএসসি পরীক্ষা নির্বিঘ্নে করার দাবী জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত