বৃহস্পতিবার খাগড়াছড়িতে কেক কেটে ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫০-তম জন্ম বার্ষিকী পালন করা হয়েছে। খাগড়াছড়ি জেলা বিএনপি ও তার অংগসংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা বিএনপি’র কার্যালয়ের সামনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সহ-সভাপতি কংচাইরী মাস্টার, যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম বাদল, দপ্তর সম্পাদক আবু ইউসুফ, যুব বিষয়ক সম্পাদক আইয়ুব খান, উপজেলা বিএনপি’র সভাপতি অনিমেষ দেওয়ান নন্দিত, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, জেলা মহিলা দলের সাধারন সম্পাদিকা কুহেলি দেওয়ান, পৌর কাউন্সিলর মোঃ শাহ আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম এবং জেলা জাসাসের সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা শেষে কেক কাটার মধ্য দিয়ে সভার সমাপ্তি করা হয়।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.