খাগড়াছড়িতে পুলিশের বাধায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ

Published: 19 Nov 2014   Wednesday   

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নামে সমন জারির প্রতিবাদে বুধবার খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক জয়নাল আবেদীন, যুবদল নেতা মোঃ শাহ আলম এবং জেলা ছাত্রদলের সাঃ সম্পাদক ইব্রাহিম খলিল। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সহ-সভাপতি কংচাইরী মাস্টার, যুগ্ম সম্পাদক মংসাথোয়াই চৌধুরী, যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম বাদল, সহ-সাংগঠনিক এমএন আবছার, যুব বিষয়ক সম্পাদক আইয়ুব খান,জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শরীফুল ইসলাম আসাদ,জেলা বাস্তহারা দলের সভাপতি মোঃ নুরুল আলমসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এর আগে সকাল ১১ টায় দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে আদালত সড়ক ঘুরে শাপলা চত্বরের দিকে যেতে চাইলে পুলিশের বাধার মুখে পড়লে সেখানেই সমাবেশ করা হয়।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত