রুমায় ট্রাক খাদে পড়ে নিহত ২ আহত ৫

Published: 11 Jun 2017   Sunday   

রুমায় উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে পড়ে ড্রাইভারসহ দুইজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো পাঁচজনযাত্রী।  গতকাল রোববার দুপুরে হ্যাপী হিলের টেবিল পাহাড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শী চনুমং মার্মা জানান, রোববার দুপুরে ট্রাকটি রুমা উপজেলা সদর থেকে ৫জন যাত্রী নিয়ে আর্থা পাড়া যাচ্ছিল। যাওয়ার পথে হ্যাপী হিল ও বাচালং পাড়ার মধ্যবর্তী টেবিল পাহাড় এর কাছে এসে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে ট্রাকটি খাদে পড়ে যায়। ঘটনাস্থলে ট্রাকের চালক সম্ভু (৩৮) ও পুহ্লা অং (৫৫) নামের এক যাত্রী মারা যায়। আহতদের রুমা উপজেলা স্বাস্থ্য কমúেøক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত একজনকে জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ দুটি উদ্ধার করেছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত