বান্দরবানের জাতীয়তাবাদী যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশঃ আটক ২

Published: 18 Nov 2014   Tuesday   

বিএনপির সিনিয়ার ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সমন জারির প্রতিবাদে  মঙ্গলবার বান্দরবানে বিক্ষোভ সমাবেশে বাধা দিয়েছে পুলিশ। এ সময় পুলিশ ২ জনকে আটক করেছে। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবদলের আহবায়ক আবু বক্কর। এসময় বক্তব্যে দেন জেলা যুবদলের যুগ্ন আহবায়ক জসিম উদ্দিন তুষার,যুগ্ন আহবায়ক শিমুল দাশ,সদস্য সচিব সাহাদৎ হোসেন জনি,ছাত্র দলের রাশেদ,সেলিম রেজা,হাবিবুর রহমান;গোলাম সরওয়ার সোহাগ,সদর উপজেলা যুব দলের সভাপতিও জেলা যুবদলের যুগ্ন আহবায়ক হারুন অর রশিদ, যুবদলের মুন্না প্রমুখ। এর আগে  যুবদল নেতা কর্মীরা শহরে বিক্ষোভ মিছিল করতে চাইলে পুলিশ বাধা প্রদান করে। এসময় পুলিশ জেলা যুব দলের নেতা আতাউর রহমান রিপন ও রুবেল দাশকে আটক করে। পরে বাধার কারনে মিছিল করতে না পারায় ১নং গলিতে সমাবেশ করেছে। সমাবেশে যুবদল নেতৃবৃন্দ বলেন সরকার শত দমননিপীড়ন চালালেও তাদের আন্দোলনকে দমিয়ে রাখা যাবে না। অবৈধ সরকার থেকে পদত্যাগ করে নির্দলিয় নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন না দিলে বেগম জিয়ার নির্দেশে আন্দোলনের মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করাে হবে। তারেক রহমানের প্রতি যতই অবিচার,মামলা হামলা করুক না কেন তিনি অচিরেই বাংলাদেশে এসে আন্দোলনের নেতৃত্ব দেবেন।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত