জাতীয় সংসদে তিন পার্বত্য জেলা পরিষদের সংশোধনী আইন উত্থাপনে সাংসদ উষাতন তালুকদারের প্রতিবাদ

Published: 18 Nov 2014   Tuesday   

জাতীয় সংসদে পাশ করার উদ্দেশ্যে সংশোধিত আকারে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন ২০১৪ বিল উত্থাপনের প্রতিবাদ জানিয়েছেন ২৯৯নং রাঙামাটি আসনের নির্বাচিত সাংসদ উষাতন তালুকদার। তিনি জনস্বার্থে উক্ত বিল তিনটি প্রত্যাহার করে তিন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের নির্বাচনী বিধিমালা ও ভোটার তালিকা বিধিমালা প্রণয়ন করে অচিরেই পার্বত্য জেলা পরিষদসমুহের নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন। মঙ্গলবার ২৯৯নং রাঙামাটি আসনের নির্বাচিত সাংসদ উষাতন তালুকদারের পাঠানো এক প্রেস বার্তায় তিনি এ প্রতিবাদ জানান। প্রেস বার্তায় উল্লেখ করা হয়, অন্তর্বর্তী পার্বত্য জেলা পরিষদের সদস্য-সংখ্যা বৃদ্ধি করার উদ্দেশ্যে যাচাই-বাছাইয়ের পর ‘রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন ২০১৪’, ‘খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন ২০১৪’ এবং ‘বান্দরবান পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন ২০১৪’ নামে তিনটি বিল সংশোধিত আকারে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির পক্ষ থেকে কমিটির সভাপতি র. আ. ম. মোকতাদির চৌধুরী এমপি সোমবার জাতীয় সংসদের চলতি অধিবেশনে উত্থাপন করেন। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, জাতীয় সংসদে উত্থাপনকালে সোমবার সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র. আ. ম. মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, গত ১৩ আগস্ট, ২৮ সেপ্টেম্বর ও ২৯ অক্টোবর অনুষ্ঠিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় কমিটির সদস্যবৃন্দ সভায় উপস্থিত থেকে উক্ত তিনটি বিল পরীক্ষায় অবদান রেখেছেন। সংশোধিত আকারে জাতীয় সংসদে পাশ হয়ে আইনে পরিণত করা হলে আইনটি কার্যকর হবে ও পার্বত্য এলাকায় বসবাসকারী জনগণের জন্য কল্যাণ বয়ে আনবে মর্মে কমিটি মনে করে বলে তিনি উল্লেখ করেন। বস্তুত উক্ত তিনটি সভার মধ্যে প্রথম দু’টি সভায় তিনি(উষাতন তালুকদার) উপস্থিত থাকলেও অসুস্থতার কারণে ২৯/অক্টোবর অনুষ্ঠিত সভায় উপস্থিত থাকতে পারেনি। প্রথম দু’টি সভায় উপস্থিত থেকে উত্থাপিত বিলটি জাতীয় সংসদে পাশ করা বিষয়ে তিনি আপত্তি জানিয়েছেন উল্লেখকরে প্রেস বার্তায় বলা হয়, তিন পার্বত্য জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত না করে বা নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে ৩৪ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ পার্বত্য জেলা পরিষদ গঠন না করে অন্তর্বর্তী পার্বত্য জেলা পরিষদের সদস্য-সংখ্যা বৃদ্ধি করে অনির্বাচিতভাবে পার্বত্য জেলা পরিষদ দিয়ে পরিচালনা করা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। অনির্বাচিত ব্যক্তিদের নিয়ে গঠিত অন্তর্বর্তী পার্বত্য জেলা পরিষদের আকার যতই বাড়ানো হোক না কেন তাতে করে কখনোই শক্তিশালী, গতিশীল ও জবাবদিহিমূলক পার্বত্য জেলা পরিষদ গড়ে উঠতে পারে না। তিন পার্বত্য জেলা পরিষদের নির্বাচনকে অব্যাহতভাবে পাশ কাটানো ও পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নকে সুকৌশলে এড়িয়ে যাওয়ার লক্ষ্যে সরকার তিন পার্বত্য জেলা পরিষদ আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে বলে প্রেস বার্তায় বলা হয়েছে।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত