কাউখালীতে বিএনপির দুই শতাধিক নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান

Published: 15 Nov 2014   Saturday   

রাঙামাটির কাউখালী উপজেলায় দুই শতাধিক বিএনপি নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান করেছেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বলেছেন, পার্বত্য শান্তি চুক্তি সম্পাদিত হওয়ায় এখানে পাহাড়ী-বাঙ্গালী আজ শান্তি সম্প্রীতিতে বসবাস করছে। সকলের ন্যয্য অধিকার প্রতিষ্ঠাই এই চুক্তির মূল লক্ষ্য। কারণ এখানে কোন এক সম্প্রদায়ের অধিকার খর্ব করে, অন্য সম্প্রদায়ের অধিকার প্রতিষ্ঠা করা যাবে না। কিন্তু বিএনপি-জামাতসহ কিছু মহল চায় না পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি ফিরে আসুক, তাই তারা শান্তির চুক্তির বিরোধীতা করেছে, বলেছে এটি কালো চুক্তি। বিএনপি নেত্রী এই চুক্তির বিরুদ্ধে রোর্ড মার্চও করেছে। কাউখালী উপজেলা পরিষদ মাঠে যোগদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি অংসুই প্রু চৌধুরী । এতে অন্যান্যের বক্তব্য রাখেন, রাঙামাটি জেলা আওয়ামী লীগের সহসভাপতি চিং কিউ রোয়াজা, অং চা প্রু মারমা, এরশাদ সরকার, মং মং মারমা, কাউখালী উপজেলা যুবলীগের সভাপতি নাজিম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আলী হায়দার সিদ্দিক, আওয়ামী লীগে যোগদানকারীদের পক্ষে বক্তব্য রাখেন কাউখালী উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি ও জেলা যুবদলের সদস্য মোঃ রফিকুল ইসলাম মেম্বার। এদিকে, অনুষ্ঠানের শুরুতে কাউখালী উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের দুই শতাধিক নেতা কর্মি সাবেক প্রতিমন্ত্রী দীপংকরের নিকট হতে রজনী গন্ধা ফুল গ্রহন করে আনুষ্ঠানিকভাবে আওয়ামী ীগে যোগদান করেন। এতে নেতৃস্থানীয়দের মধ্যে রয়েছন কলমপতি ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সরওয়ার সরকার, উপজেলা যুবদলের সহ-সম্পাদক আবুল হাশেম, উপজেলা বিএনপি’র সদস্য মোঃ ইউসুফ, ঘাগড়া ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ফসিউল আলম, জাতীয়তাবাদী বাস্তুহারা দলের কাউখালী উপজেলা শাখার সভাপতি নেজাম উদ্দিন, উপজেলা বিএনপি নেতা আবদুল হক সওদাগর ও অন্যান্য।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত