খাগড়াছড়িতে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Published: 11 Nov 2014   Tuesday   

বণার্ঢ্য আয়োজনের মধ্যে দিয়ে খাগড়াছড়িতে মঙ্গলবার পালিত হয়েছে আওয়ামী যুবলীগের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী। খাগড়াছড়ি পৌর সভা হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহমুদুল হক। জেলা যুুবলীগের সভাপতি যতন কুমার ত্রিপুরা সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রনবিক্রম ত্রিপুরা, সাধারণ সম্পাদক মোঃ জাহেদুল আলম, সাংগঠনিক সম্পাদক মংক্যচিং চৌধুরী, যুব ও ক্রীড়া সম্পাদক মংসুইপ্র“ চৌধুরী অপু, যুবলীগের কেন্দ্রীয় কমিটি’র সদস্য জাহেদুল ইসলাম সোহেল, মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদিকা শাহেনা আক্তার, জেলা কৃষকলীগের বিহানু চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এড. জ্ঞান জ্যোতি চাকমা, জেলা যুুবলীগের সাধারণ সম্পাদক কেএম ইসমাইল হোসেন, বংগব›দ্ধু সৈনিকলীগের বাচ্চু চাকমা, জেলা ছাত্রলীগের সভাপতি মংসাপ্র“ মারমাসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে সকালে খেজুর বাগানস্থ জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন খাগড়াছড়ির ২৯৮নং সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা। পরে  একটি শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর সভা  কার্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু ও স্বাধীনতা চেতনা স্মৃতি ভার্স্কয্যে গিয়ে পুর্ষ্পাঘ্য অর্পণ করা হয়।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত