জুরাছড়িতে এম এন লারমার মৃত্যু বার্ষিকী পালিত

Published: 10 Nov 2014   Monday   

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা এবং সাবেক সাংসদ প্রয়াত মানবেন্দ্র নারায়ন লামার(এমএন লারমা) ৩১ তম মৃত্যূ বার্ষিকী সোমবার  জুরাছড়িতে পালিত হয়েছে। জুরাছড়ি উপজেলা শাখা জনসংহতি সমিতির উদ্যোগে শহীদ মিনার প্রাঙ্গনে শোক বার্তা পাঠে মধ্যে দিয়ে  শোক সভা শুরু হয়।  সভার সভাপতিত্ব করেন জুরাছড়ি উপজেলা শাখা জনসংহতি সমিতির সভাপতি রনজিৎ দেওয়ান্ প্রধান অতিথি রাঙামাটি জেলা শাখার জনসংহতি সমিতির সাংগঠনিক সম্পাদক কিশোন কুমার চাকমা। বিশেষ অতিথি জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা, রাঙামাটি জেলা যুব সমিতির দপ্তর সম্পাদক পাপন বিকাশ চাকমা, রাঙামাটি জেলা পাহাড়ী ছাত্র পরিষদের সদস্য সুমিত্র চাকমা, লুলাংছড়ি মৌজার হেডম্যান মায়া নন্দ দেওয়ানসহ উপজেলার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এর আগে প্রভাত ফেরী ও উপজেলা শহীদ মিনার প্রাঙ্গনে মানেবেন্দ্র নারায়ন লারমা অস্থায়ী বেদীতে পুষ্পমাল্য অর্পন এবং এক মিনিট নিরাবতা পালন করা হয়। বক্তারা বলেন, দেশের সংবিধান জাতিধর্ম-নির্বিশেষে বাংলাদেশের আপামর জনগণের মৌলিক অধিকার সংরক্ষণ করবে এবং সব ধরণের জাতিগত-শ্রেণীগত নিপীড়ন, শোষণ-বঞ্চনার অবসান ঘটাবে। কিন্ত এম এন লারমার তাঁর সেই স্বপ্ন আজও পূরণ হয়নি। বক্তারা বলেন,পার্বত্য চুক্তি বাস্তবায়নে বিভ্রান্তি সৃষ্টির লক্ষ্যে সরকারের মদকপুষ্ট ইউপিডিএফ নামের সংগঠনটি পাহাড়ে চাঁদাবাজি, হত্যা, অপহৃনরসহ বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে। অথচ সরকার তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না। বক্তারা  রাঙামাটিতে মেডিকেল কলেজ স্থাপনের নামে সরকার পার্বত বাসীদের ভূমি আগ্রাসনের ষরযন্ত্র করছে। যেখানে মাধ্যমিক বিদ্যালয় গুলোতে শিক্ষক সংকট, শিক্ষার গুনগত মান নিয়ে অভিবাবক মহল সন্ধিহান! এ মেডিকেল কলেজে কত জন আদিবাসী ছাত্র-ছাত্রী ভর্তি সুযোগ পাবে। সুতরাং এটি আদিবাসীদের ভূমি আগ্রাসনের ষরযন্ত্র ছাড়া আর কিছুই নয়। এছাড়া বনযোগীছড়া ইউনিয়নের চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমার সভাপতিত্বে সাবেক সংসদ ও জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা মানেবেন্দ্র নারায়ন লারমার স্মরণে শোভা পালিত হয়েছে। সভায় প্রধান অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, বিশেষ অতিথি মহিলা ভাসই চেয়ারম্যান শেফালী দেওয়ান,বনযোগীছড়া হেডম্যান করুনা ময় চাকমা উপস্থিত ছিলেন। মৈদং ইউপি চেয়ারম্যান বরুন তালুকদারের সভাপতিত্বে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অথিতি উপজেলা চেয়ারম্যান উদয় জয় চাকমা উপস্থিত ছিলেন। দুমদুম্যা ইউনেয়নের চেয়ারম্যান তরুন মনি চাকমার সভাপতিত্বে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি সংসদ সদস্য উপজেলা প্রতিনিধি মায়া চান চাকমা। বিশেষ অতিথি জনসংহতির সদস্য সুমিত চাকমা প্রমূখ।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত