অসুস্থ সাংসদ উষাতন তালুকদারকে দেখতে গেলেন সাংসদ ফিরোজা বেগম চিনু

Published: 04 Nov 2014   Tuesday   

রাঙামাটির ২৯৯নং আসনে নির্বাচিত সাংসদ উষাতন তালুকদারকে মঙ্গলবার রাঙামাটির তার নিজ বাস ভবনে দেখতে গেলেন তিন পার্বত্য জেলায় দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফিরোজা বেগম চিনু। সম্প্রতি উষাতন তালুকদার এমপি ভারত থেকে ওপেন হার্ট সার্জারী শেষে বর্তমানে রাঙামাটির নিজ বাস ভবনে বিশ্রামে রয়েছেন। জানা গেছে, মঙ্গলবার দুপরের দিকে রাঙামাটি শহরের রাঙামাটির বাসভবনে অসুস্থ সাংসদ উষাতন তালুকদারের সাথে সাংসদ ফিরোজা বেগম চিনু সৌজন্য সাক্ষাত করেন। এ সময় ফিরোজা বেগম চিনু এমপি উষাতন তালুকদার এমপির সাথে কৌশল বিনিময়, তার শারীরিক অবস্থা খোঁজ-খবর ও দ্রুত আরোগ্য কামনা করেন। সম্প্রতি উষাতন তালুকদার এমপি ভারত থেকে ওপেন হার্ট সার্জারী শেষে চিকিৎসকদের পরামর্শে তিনি রাঙামাটির নিজ বাস ভবনে সম্পুর্ন বিশ্রামে রয়েছেন। এদিকে সাংসদ ফিরোজা বেগম চিনু অসুস্থ সাংসদ উষাতন তালুকদারের বাস ভবনে গিয়ে সৌজন্য সাক্ষাত, শারীরিক খোঁজ-খবর ও পরষ্পর কুশলাদি বিনিমময়কে রাঙামাটির রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক দিক বলে অনেকেই অখ্যায়িত করেছেন।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত