আগামী পহেলা আগষ্ট থেকে কাপ্তাই হ্রদে মাছ মাছ শিকারের জন্য খুলে দেয়া হচ্ছে

Published: 23 Jul 2017   Sunday   

টানা তিনমাস  বন্ধ থাকার পর আগামী পহেলা আগষ্ট মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ শিকারের জন্য খুলে  দেয়া হচ্ছে।

 

রোববার রাঙামাটিতে কাপ্তাই হ্রদে  মাছ আহরন বন্ধের নিষেধাজ্ঞা প্রত্যাহার বিষয়ক এক সভায় এ তথ্য জানা গেছে। 

 

উল্লেখ্য, কাপ্তাই হ্রদে  মা মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করনসহ হ্রদে অবমুক্তকৃত কার্প জাতীয় মাছের পোনার সুষ্ঠূ বৃদ্ধির লক্ষ্যে  গত পহেলা মে মধ্যরাত থেকে হ্রদ হতে মাছ আহরন, পরিবহন এবং বাজার জাতকরনের উপকরনের নিষেধাজ্ঞা আরোপ করেছিল জেলা প্রশাসন।

 

সভা সূত্রে জানা যায়, জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান। এসময় বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন, রাঙামাটি কেন্দ্রের  ব্যবস্থাপক কমান্ডার মোঃ আসাদুজ্জামান,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ, জেলার মৎস্য কর্মকর্তা আব্দুর রহমান, মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা কাজী মোঃ বেলাল উদ্দিন প্রমুখ।  অনুষ্ঠানে কাপ্তাই হ্রদের মৎস্য আহরনের সাথে জড়িত ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সভায়, হ্রদে জাঁক  ব্যবহারকারী মৎস্য ব্যবসায়ীদের বিরুদ্ধে ফৌজদারী আইনে মামলা দায়ের করে তাদের শাস্তি  প্রদান,ব্যক্তিগতভাবে নেট দিয়ে মাছ চাষ নিষিদ্ধ, মাছ আহরন কালীন সময় কাপ্তাই হ্রদের মাছের ৬ টি অভায়শ্রমে মাছ  শিকার এবং  পোনা মাছ আহরন ও বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া সভায় কাপ্তাই হ্রদে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে  কাপ্তাই হ্রদের বিভিন্ন স্থানের গভীর অংশে খাঁচায় মাছ চাষ  করার বিষয়ে উদ্যোগ  নেয়ার কথা জানানো হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত