কাপ্তাইয়ে ‘জনসেবার জন্য প্রশাসন’ শীর্ষক গণশুনানী অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার উপজেলা মিলনায়তনে।
মন্ত্রী পরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী জনসাধারণ, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি ও পেশার অংশগ্রহণে এ গণশুনানী অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক সামসুল আরেফিন।রাঙামাটি জেলা প্রশাসনের অায়োজনে এ গণশুনানী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ইউএনও ইসরাত জাহান পান্না। বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক থোয়াইচিং মারমা, ভাইস চেয়ারম্যান নূর নাহার বেগম, সুব্রত বিকাশ তঞ্চঙ্গ্যা, উপজেলা আ’লীগ সভাপতি অংসুইচাইন চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: দিলদার হোসেন প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ, বিপ্লব মারমা, কেপিএম এর জিএম প্রশাসন মো: আনোয়ার হোসেন, নিরাপত্তা কর্মকর্তা শাহাবুদ্দিন আজাদ সহ বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাগণ।
সভার পূর্বে জেলা প্রশাসক কাপ্তাই ইউপি কার্যালয়, কাপ্তাই থানা পরিদর্শনসহ কর্ণফুলী ডিগ্রী কলেজের শিক্ষকদের সাথে এক বৈঠকে মিলিত হন। সভাশেষে উপস্থিত জনপ্রতিনিধি হেডম্যান, কারবারী ও জন সাধারণ জেলা প্রশাসকের নিকট আইন শৃংখলা পরিস্থিতিসহ তাদের বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সম্প্রীতি আর প্রাকৃতিক সম্পদে ভরপুর রাঙামাটিকে আরও সমৃদ্ধশালী করার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি আরও বলেন, জেলার মধ্যে কাপ্তাই একটি সমৃদ্ধশালী উপজেলা। এখানে সম্প্রীতি আর প্রাকৃতিক সম্পদে কমতি নেই। এ উপজেলা শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গণে বেশ এগিয়ে রয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.