সারাদেশের মতো শুক্রবার খাগড়াছড়ি জেলা শহরে ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ দলের শুভ কামনায় আয়োজিত উৎসব-উচ্ছাসে শামিল হয়েছেন সর্বস্তরের ক্রীড়ামোদীরা।
স্থানীয় অফিসার্স ক্লাবে ‘প্রথম আলো এবং গ্রাামীণ ফোন’র যৌথ উদ্যোগে আয়োজিত কর্মসূচীর মাধ্যমে যেনো জেগে উঠে খাগড়াছড়ির ক্রীড়াঙ্গন।
সাংবাদিক তরুণ কুমার ভট্টাচার্য্য’র সভাপতিত্বে অনুষ্ঠিত প্রথম আলো’র জেলা প্রতিনিধি সৈকত দেওয়ান ও বন্ধুসভার সভাপতি দুলাল হোসেন’র সঞ্চালনায় সম্পন্ন অনুষ্ঠানে জেলার ক্রিকেট উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে তিন প্রজন্মের তিন তারকা রনজিত কুমার দে, অংক্যজাই মগ টকি এবং মুজাহিদুল ইসলাম বাবুকে ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কৃতী ফুটবলার অনুপ কুমার চাকমা এবং খাগড়াছড়ি প্রেস ক্লারের সাধারন সম্পাদক মুহাম্মদ আবু দাউদ।
অনুষ্ঠানের আলোচকরা খাগড়াছড়ি’র তিন দশকের ক্রীড়াঙ্গনের স্মৃতিচারণের পাশাপাশি জেলার ক্রীড়া উন্নয়নে বেশকিছু গুরুত্বপূর্ন নির্দেশনা তুলে ধরেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.