রাঙামাটি তপোবন আশ্রমে বাৎসরিক গীতাহোমযজ্ঞ উৎসব  ও বস্ত্রদান অনুষ্ঠান

Published: 14 Feb 2015   Saturday   

তপোবন আশ্রম রাঙামাটি শাখার উদ্যেগে শনিবার বাৎসরিক শ্রী শ্রী গীতাহোমযজ্ঞ উৎসব ও  বস্ত্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

রাঙামাটি তপোবন আশ্রমের সভাপতি আশীষ দাশগুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় তপোবন আশ্রমধ্যক্ষ- শ্রী শ্রী শ্রীমৎ স্বামী প্রাঞ্জলানন্দ পুরী মাহারাজ, বিশেষ অতিথি ছিলেন,তপোবন আশ্রম উপদেষ্টা রনজিত সরকার,দুলাল ধর,বিষু দত্ত। সভায় গরীব ও দুস্থদের মাঝে বস্ত্র বিতরন করা হয়।

 

এদিকে, শনিবার রাঙামাটির রাঙ্গাপানিস্থ আশ্রম প্রাঙ্গনে শ্রী শ্রী গীতাহোমযজ্ঞ সম্পন্ন হয়েছে। সকাল থেকে ঐতিহ্যবাহী তপোবন আশ্রমে সমবেত উপাসনা, ভক্তিমুলক সঙ্গীতানুষ্টান, দীক্ষাদান অনুষ্ঠানের কর্মসুচী পালন করা হয়। গীতাহোমযজ্ঞ উপলক্ষে রাঙামাটি শহর ও জেলার বাইরে থেকে  হাজার হাজার নর-নারী ভক্তবৃন্দ অনুষ্ঠানে যোগদান করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত