রাঙামাটি শহরে আগুনে পুড়ে ১ জনের মৃত্যু, ৭টি বসত ও দোকানঘর পুড়ে গেছে

Published: 16 Feb 2015   Monday   

 

রাঙামাটি শহরের রিজার্ভ বাজারের মসজিদ কলোনী এলাকায় সোমবার দিবাগত রাতে অগ্নিকান্ডে ১ জনের মৃত্য এবং ৭টি বাড়ী ও দোকানঘর পুড়ে গেছে। নিহতের নাম মোঃ রুবেল (২৬)। তিনি একজন স্থানীয় মোদির দোকানী। তার বাড়ী চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সৈয়দপুর গ্রামে। তিনি আবু কেরানীর ছেলে।

 

জানা গেছে, শহরের রিজার্ভ বাজারের মসজিদ কলোনী এলাকায় সোমবার দিবাগত রাত পৌনে ১টার দিকে আগুনের সূত্রপাত হয়। মূহুর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে আগুনে পুড়ে স্থানীয় মোদীর দোকানী মোঃ রুবেল মারা যান এবং ৩টি দোকানঘর ও ৪টি বসতবাড়ী পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় দমকল বাহিনী খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় দুঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনের আনতে সক্ষম হয়েছে।

 

রাঙামাটির দমকল বাহিনীর অতিরিক্ত পরিচালক গোলাম মোস্তফা জানান, বিদূতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটেছে। এসময় স্থানীয় দোকানী মো: রুবেল ঘরের ভেতর থাকায় বের হতে না পারায় আগুনে পুড়ে মারা যান। এছাড়া আগুনে ৩টি দোকানঘর ও ৪টি বসতবাড়ী পুড়ে গেছে।

 

এদিকে অগ্নিকান্ডে খবর পেয়ে জেলা প্রশাসক প্রশাসক সামসুল আরেফিনসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত