কাপ্তাইয়ে ৪২ টি স্পটে একযোগে ১০ হাজার তাল বীজ রোপণ

Published: 25 Sep 2017   Monday   

বজ্রপাত ও প্রাকৃতিক দূর্যোগের কবল থেকে মানুষকে রক্ষা করতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় সোমবার কাপ্তাইয়ে ৪২ টি স্পটে একযোগে ১০ হাজার তাল বীজ রোপণ করা হয়েছে।


জেলা প্রশাসকের সার্বিক তত্ত্বাবধানে কাপ্তাই উপজেলার ৪২ টি স্পটে একযোগে দশ হাজার তাল বীজ রোপণের উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম। এসময় কাপ্তাই উপজেলা আ`লীগ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান অংসুছাইন চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহম্মেদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, কাপ্তাই উপজেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক মাহাবুব হাসান বাবু, সাংবাদিক ঝুলন দত্ত সহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান,শিক্ষক এবং বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্হিত ছিলেন।


উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম জানান সম্প্রতি সারাদেশে বজ্রপাতে প্রাণহানির সংখ্যা ও পরিবেশ বিপর্যয় বৃদ্ধি পেয়েছে। তাই তাল গাছের বীজ রোপণ করে বজ্রপাত হতে মানুষকে রক্ষা করতে সরকার এই কর্মসুচি বাস্তবায়ন করছে।


তিনি আরো জানান বজ্রপাত নিরোধক হিসাবে তালগাছ রোপণ করাটা এখন অনেক যুক্তিসংগত। কারন তালগাছের সুচালো অগ্রভাগ বজ্রপাত নিরোধক, এছাড়া তালের রস সুস্বাদু ও পুষ্টিকর পানীয়। এইসব তালগাছের বীজ রাস্তার পাশে,উপজেলা- ইউনিয়ন পর্যায়ে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্মুক্ত স্হানে রোপণ করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত