খগেশ্বর ত্রিপুরার বাড়িতে হামলার প্রতিবাদে পানছড়িতে মানববন্ধন

Published: 01 Nov 2017   Wednesday   

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও  পানছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি খগেশ্বর ত্রিপুরা‘র বাড়ীতে হামলার নিন্দা ও হামলারকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবীতে বুধবার মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্বারকলিপি প্রদান করেছে শিক্ষহ-শিক্ষার্থীর।

 

পানছড়ি-খাগড়াছড়ি সড়কে আধা ঘন্টা ব্যাপী মানববন্ধনে শিক্ষার্থী ছাড়াও এলাকাবাসী অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে হামলারকারীদের অবিলম্বে গ্রেপ্তারসহ দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে  পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হাশেম মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্বারকলিপি প্রদান করা হয়। 

 

উল্লেখ্য, গেল ২৯ অক্টোবর অজ্ঞাতনামা সন্ত্রাসীরা খগেশ্বর ত্রিপুরার ঘরের চারিদিকে প্রায় ১৫মিনিট ইটপাটকেল ছুঁড়ে এবং  ঘরের দরজা ও জানালায় লাথি মেরে ভীতিকর অবস্থা তৈরী করে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত