পানছড়িতে ৩ বিজিবি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Published: 01 Nov 2017   Wednesday   

খাগড়াছড়ি‘র পানছড়ি উপজেলায় বুধবার ৩বিজিবি লোগাং জোনের ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

 

লোগাং জোন সদর দপ্তরে ৩ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল মোঃ রফিকুল হাসান উপস্থিত সকল অতিথিদের ধন্যবাদ জানিয়ে ৩ বিজিবি’র সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন। পরে কেক কাটার মধ্যে দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন প্রধান অতিথি খাগড়াছড়ির সেক্টর কমান্ডার কর্ণেল মোয়াজ্জেম হোসেন পিএসসি।

 

এ সময় ৫৪ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল একেএম সাইফুল বাহার বিপিজিএম, ৩৯ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল শামছুম মুহীত পিএসসি, ৫১ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল ইকবাল হোসাইন, খাগড়াছড়ির এএসইউ শাখা অধিনায়ক লে. কর্ণেল সর্দার আলী হায়দার, পানছড়ি উপজেলা চেয়ারম্যান সর্বোত্তম চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ বাহার মিয়াসহ সরকারী দপ্তরের কর্মকর্তা সাংবাদিক ও ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত