পানছড়িতে চেঙ্গী সারিবালা স্মৃতি মহাবিদ্যালয়ের ছাত্রাবাস উদ্বোধন

Published: 02 Nov 2017   Thursday   

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার চেঙ্গী সারিবালা স্মৃতি মহাবিদ্যালয়ের ছাত্রাবাসের বৃহস্পতিবার উদ্বোধন করা হয়েছে। চেঙ্গী সারিবালা স্মৃতি মহাবিদ্যালয়ের ছাত্রাবাসের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের প্রধান দাতা প্রমোদ রঞ্জন চাকমা।

 

মহাবিদ্যালয় মিলানয়তনে অধ্যক্ষ প্রফেসর বোধিসত্ত্ব দেওয়ানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সর্বোত্তম চাকমা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম।

 

কলেজের ইংরেজী বিষয়ের প্রভাষক মোঃ সিরাজুল ইসলামের সঞ্চালিত সভায় রাষ্টবিজ্ঞান বিভাগের প্রভাষক পাইসানু চৌধুরীর স্বাগত বক্তব্য ছাড়াও বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান বকুল চন্দ্র চাকমা, পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জ্ঞান প্রভাত তালুকদার, ১নং লোগাং ইউপি চেয়ারম্যান প্রত্যুত্তর চাকমা, ২নং চেঙ্গী ইউপি চেয়ারম্যান কালাচাঁদ চাকমা, কলেজের দাতা সদস্য মনোরঞ্জন চাকমা প্রমূখ।


উল্লেখ্য, ছাত্রাবাসটি ২০১৫-০১৭ অর্থ বছরে পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে নির্মিত হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত