রাঙামাটিতে অনুর্ধ-১৮ বালক ফুটবল প্রশিক্ষণ ক্যাম্প শুরু

Published: 22 Feb 2015   Sunday   

রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি  পার্বত্য জেলার অনুর্ধ-১৮ বালকদের নিয়ে রোববার রাঙামাটিতে ১৫ দিন ব্যাপী ফুটবল প্রশিক্ষণ ক্যাম্প শুরু হয়েছে।

 

রাঙামাটি চিংহ্লা মং মারী স্টেডিয়ামে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএনডিপির শান্তির জন্য ক্রীড়া শীর্ষক প্রকল্পের আওতায় ফুটবল প্রশিক্ষণ ক্যাম্পের পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক ক্রীড়া সংস্থা, তিন পার্বত্য জেলা ক্রীড়া সংস্থার এই প্রকল্প বাস্তবায়ন করছে। প্রথম দিনে অনুর্ধ ১৪ বালিকাদের নিয়ে একটি প্রদর্শনী খেলা অনুষ্ঠিত হয়। খেলায় কাউখালী উপজেলার মগাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে ঘাগড়া উচ্চ বিদ্যালয়কে হারায়। এরপর তিন পার্বত্য জেলার  সাবেক জেলা ও জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে একটি প্রদর্শনী খেলা অনুষ্ঠিত হয়। ক্যাম্প শেষে রাঙ্গামাটি জেলার ১০ উপজেলা নারীদের নিয়ে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হবে।

 

উল্লেখ্য, খেলাধুলার মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে সকল সম্প্রদায়ের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি করতে ইউএনডিপি এই প্রকল্প হাতে নিয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত