বাঘাইছড়ির বটতলী বাজারে অগ্নিকান্ডে ১৮টি দোকানঘর পুড়েছে

Published: 23 Feb 2015   Monday   

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বটতলী বাজারে রোববার রাতে অগ্নিকান্ডে ১৮টি দোকানঘর পুড়ে গেছে।

 

স্থানীয়রা জানায়, রোববার রাত ১০টার দিকে বাঘাইছড়ি উপজেলার বটতলী বাজারে আকস্মিক অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে আগুনের লেলিহান শিখায়  ছড়িয়ে পড়লে বাজারের ১টি ক্লাবঘরসহ ১৮টি দোকান  সম্পুর্ন ভস্মিভুত হয়।  উপজেলায় ফায়ার সার্ভিস না থাকায় স্থানীয় লোকজন এক ঘন্টারও বেশী সময় ধরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। এতে মালামালের ক্ষয়ক্ষতির পরিমাণ  এক কোটি টাকারও বেশী হতে পারে ধারনা। বিদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিকভাবে  জানা গেছে।

 

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক অগ্নিকান্ডের সত্যতা স্বীকার কওে জানান, বটতলী বাজাওে অগ্নিকান্ডে ১টি ক্লাবঘরসহ ১৮টি দোকান পুড়ে  গেছে।

--হিলবিডিপ২৪/সম্পাদনা/সিআর. 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত