কাপ্তাইয়ে আর্ন্তজাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত

Published: 09 Dec 2017   Saturday   

আর্ন্তজাতিক দূর্নীতি বিরোধী দিবস উপলক্ষে কাপ্তা্ইয়ে শনিবার র‌্যালী, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

 কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথির ব্ক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম। উপজেলা দূর্নিতী প্রতিরোধ কমিটির আহব্বায়ক  মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরীর সভাপতিত্বে ,  সাধারণ সম্পাদক জয়সীম বড়ুয়ার সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির  ব্ক্তব্য রাখেন কর্ণফুলি ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ সিরাজ উদ্দিন, কাপ্তাই থানার অফিসার ইনচার্জ( তদন্ত) নুরুল আলম, ওয়াগ্গা মৌজার হেডম্যান অরুন তালুকদার এবং সাংবাদিক কবির হোসেন। এর আগে উপজেলা সদরে একটি র‌্যালী ও দূর্নিতীবিরোধী মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

 

অপরদিকে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস এবং জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে আন্তর্জাতিক প্রধান অতিথির বক্তব্যে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম একথা বলেন। কাপ্তাই উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগীতায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কর্নফুলি ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সিরাজ উদ্দিন। অনুষ্ঠানে সামাজিক ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য ২ জন জয়িতা নারীকে সম্মাননা প্রদান করা হয়। দিবসটি উপলক্ষে একটি র‌্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা মিলনায়তনে গিয়ে শেষ হয়।

 

অনুষ্ঠানে বক্তারা সমাজে নারীরা এখন সকল ক্ষেত্রে প্রতিষ্ঠিত। দেশ, সমাজ এবং উন্নয়ন ক্ষেত্রে নারীদের ভুমিকা প্রশংসিত, পুরুষদের সাথে পাল্লা দিয়ে নারীরাও জাতীয় ক্ষেত্রে অগ্রনী ভুমিকা রাখছে। বেগম রোকেয়া নারী মুক্তির যে স্বপ্ন দেখে ছিলেন তা আজ বাস্তবে পরিনত হয়েছে।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত