কাপ্তাইয়ে নুরুল হুদা কাদেরী স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

Published: 18 Dec 2017   Monday   

কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের তত্ত্বাবধানে নুরুল হুদা স্মৃতি বৃত্তি পরিষদের আয়োজনে সোমবার  বড়ইছড়ি কর্নফুলি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ে   অনুষ্ঠিত হয়েছে নুরুল হুদা কাদেরী স্মৃতি বৃত্তি পরীক্ষা।

 

 কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ জানান,এ বছর ৭ম শ্রেনীর ছাত্র ছাত্রীদের জন্য অনুষ্ঠিত বিশেষ এই বৃত্তি পরীক্ষায় উপজেলার ১৮ টি মাধ্যমিক বিদ্যালয়ের ৯০ জন পরীক্ষার্থী  আবেদন করেছে। তার মধ্যে ৮১ জন পরিক্ষার্থী অংশ নেয়।

 

এদিকে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম, কাদেরী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট প্রাবন্ধিক আমিনুর রশীদ কাদেরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ, ওয়াগ্গা টি লিমিটেডের পরিচালক ফয়সাল আমিন কাদেরী পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন।

 

 উল্ল্যেখ, বড়ইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম নুরুল হুদা কাদেরী  নামে বিগত ২০ বছর  ধরে ৭ম শ্রেনীর ছাত্র ছাত্রীদের জন্য এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত