চট্টগ্রাম আন্তঃ জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত কমিটিকে পরিবহন সংগঠনের অভিনন্দন

Published: 02 Mar 2015   Monday   

চট্টগ্রাম আন্তঃ জেলা (রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানসহ) ট্রাক শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি পদে মোঃ আব্দুল মান্নান ও সাঃ সম্পাদক পদে মোঃ জাফর নির্বাচিত হওয়ায় পুরো পরিষদকে অভিনন্দন জানিয়েছে খাগড়াছড়ির দুই পরিবহন সংগঠন।

 

সোমবার খাগড়াছড়ি সড়ক পরিবহন চালক সমবায় সমিতি লিঃ-র সভাপতি মনতোষ ধর ও সাঃ সম্পাদক মোঃ ইউনুস এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা ট্রাক-মিনিট্রাক মালিক গ্রুপের সভাপতি মোঃ আবুল হাশেম ও সাঃ সম্পাদক এস. এম. শফি পৃথক পৃথক বিবৃতিতে অভিনন্দন জানানো হয়েছে।

 

বিবৃতিতে সংগঠন দুটির নেতারা গণতান্তিক প্রক্রিয়ায় নির্বাচিত নতুন নেতৃত্ব বৃহত্তর চট্টগ্রামের পরিবহন শ্রমিকদের স্বার্থ সুরক্ষা, অধিকার আদায় এবং মালিক-শ্রমিক ও  ভোক্তা সর্ম্পক উন্নয়নে গুরুত্বপূর্ন ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

 

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারী চট্টগ্রামে আন্তঃ জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত