রাজস্থলীর কাকড়াছড়ি পাড়ার নব নির্মিত বৌদ্ধ বিহার উৎসর্গ উপলক্ষে ধর্মীয় সভার আয়োজন

Published: 06 Mar 2015   Friday   

শুক্রবার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়াস্থ কাকড়াছড়ি পাড়ার নব নির্মিত বৌদ্ধ বিহার উৎসর্গ উপলক্ষে ধর্মীয় সভার আয়োজন করা হয়েছে।

 

বিহার মাঠে অনুষ্ঠিত উৎসর্গ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। সভাপতিত্ব করেন কাকড়াছড়ি পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ উ: ইন্দ্রারাচারিয়া মহাথের। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নারানগিরি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ উ: প ঞ ঞ গুয়ী মহাসংঘনায়ক মহাথের, চিৎমরম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ উ: পামোক্ষা সংঘনায়ক মহাথের, ধর্মদেশক নারাছড়া মুখ বৌদ্ধ বিহারের উ: সুমঙ্গলা ভিক্ষু, রাঙামাটি জেলা পরিষদ সদস্য অং সুই প্রু চৈৗধুরী, বাঙ্গালহালিয়া আশ্রমের উ: উদয়নন্দ মহাথের। কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম চৌধুরী, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অংসু ছাইন চৌধুরী, ক্যাজাই মারমা, পুলক বড়ুয়া প্রমুখ। বিহার উৎসর্গ অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার পূন্যার্থী দায়ক-দায়িকা অংশ নেন। ।

 

প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার বলেন, হিংসা হানাহানির বিরুদ্ধে বৌদ্ধের নীতি অবলম্বন করলে মানুষে মানুষে মৈত্রী ভাবনা সৃষ্টি হবে। আমরা সকলে শান্তিতে বসবাস করতে পারব। তিনি বলেন, যারা পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করছে এবং দেশের অর্থনীতির ক্ষতি করছে, তাঁরা দেশের ও জনগনের শত্রু। এধরণের অপশক্তিকে ঐক্যবদ্ধ ভাবে মোকাবেলা করতে হবে।

 

জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিধর্ম নির্বিশেষে এ অঞ্চলের সকল জনগোষ্ঠির প্রতি আন্তরিক উল্লেখ করে তিনি আরও বলেন, এ সরকারের বিগত সময়ে এখানে বৌদ্ধ মন্দির, মসজিদ, হিন্দু মন্দির, গির্জাসহ সকল সম্প্রদায়ের জনগনের উন্নয়নে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করেছেন। যাতে এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নত হয়। আমরা চাই জনগনের আকাংখা অনুযায়ী এখানে শান্তি চিরস্থায়ী হোক, যার যার মতামত স্বাধীন ভাবে যেন প্রকাশ করতে পারে মানুষ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত