কাপ্তাইয়ে জাতির জনকের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালীর আয়োজন

Published: 17 Mar 2018   Saturday   

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্ম বার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে শনিবার কাপ্তাইয়ে আলোচনা সভা ও র‌্যালীর আয়োজন করা হয়।

 

কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা আ`লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, কাপ্তাই থানার পুলিশ পরিদর্শক( তদন্ত) নুরুল আলম। আলোচনা সভা শেষে  উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পিদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

 

এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে একটি আনন্দ র‍্যালী বের করা হয়। র‌্যালীটি উপজেলার গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। এছাড়া দিবসটি উপলক্ষে শিশু কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশুদের খুব ভালোবাসতেন, তাঁর মনটি শিশুর মতো কোমল, তিনি ছিলেন উদার মনের অধিকারী এক নেতা। যার জন্ম না হলে আমরা একটি লাল সবুজের পতাকা পেতাম না।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত