বাঙ্গালহালিয়ার নারানগিরি বড় পাড়া বৌদ্ধ বিহারের ভিত্তিপ্রস্তর স্থাপন

Published: 07 Mar 2015   Saturday   

শনিবার রাঙামাটির রাজস্থলীর বাঙ্গালহালিয়া নারানগিরি বড় পাড়া বৌদ্ধ বিহারের নতুন পাঁকা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

 

ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। নারানগিরি বড় পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত উঃ নাগাওয়াইনসা মহাথেরর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্যজেলা পরিষদচেয়ারম্যান চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের  সাবেক সদস্য অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের চেয়ারম্যান থোয়াইচিং মারমা প্রমূখ। ধর্মালোচক হিসেবে ধর্মদেশনা দেন বান্দরবান রাজবিলা তাইংখালী সংঘমিত্তা সেবা সংঘ বুড্ডিষ্ট অরফানেন্স-এর প্রতিষ্ঠাতা ও পরিচালক ভদন্ত উঃ উইশুদ্ধা মহাথের।

 

প্রধান অতিথির বক্তব্যে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বলেন,  আওয়ামীলীগ সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে দেশে প্রতিটি জেলায় মসজিদ, মন্দির, গীর্জা ও বৌদ্ধ বিহার নির্মান করে দিচ্ছে দেশের মানুষ যাতে নিবিঘ্নে নির্ভয়ে যার যার ধর্ম পালন করতে পারে। তাই জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ও দেশ থেকে জঙ্গীবাদ নির্মূল করতে সবসময় নৌকায় ভোট দেওয়ারও আহ্বান জানান তিনি।

 

তিনি আরও বলেন, আওয়ামীলীগ সরকার প্রতিটি জেলায় যেভাবে স্তরে স্তরে উন্নয়ন করে যাচ্ছে তেমনি এ এলাকারও উন্নয়ন করা হবে। আগামীতে এ এলাকায় যোগাযোগ, রাস্তাঘাট ওবিদ্যুতায়ন করারও প্রতিশ্রুতী তিনি ব্যাক্ত করেন। তিনি বলেন, জাতির পিতা যেভাবে এ দেশকে একটি সোনার বাংলাদেশ হিসেবে গড়তে চেয়েছিলেন তা সুযোগ্য কণ্যা জননেত্রী শেখ হাসিনা সেভাবে দেশের জনগনের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত