রাঙামাটিতে সেনা বাহিনীর উদ্যোগে শিশুদের বিনোদনের হ্যাপী আইল্যান্ড উদ্ধোধন

Published: 23 Apr 2018   Monday   

রাঙামাটিতে শিশুদের বিনোদনের জন্য প্রথমবারের মত হ্যাপী আইল্যান্ড উদ্ধোধন করা হয়েছে।

 

সেনা বাহিনীর অর্থায়নে প্রায় দেড় কোটি টাকার ব্যয়ে রাঙামাটি রিজিয়নের আরণ্যক পর্যটন কেন্দ্রের পাশে সোমবার হ্যাপী আইল্যান্ডের উদ্ধোধন করেন সেনাবাহিনীর চট্টগ্রাম ডিভিশনের জিওসি মেজর জেনারেল জাহাঙ্গীর কবির তালুকদার। এ সময় রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল  মোঃ গোলাম ফারুখ, রাঙামাটি সদর জোন কমান্ডার লে:কর্নেল রেদওয়ান আগমেদসহ সেনা বাহিনীর পদস্থ কর্মকর্তারা।

 

রাঙামাটি রিজিয়ন সূত্রে জানা যায়, কাপ্তাই হ্রদে মনোরম পরিবেশে ৪৫ একর জায়গায় এই হ্যাপী আইল্যান্ডে শিশুদের বিনোদনের জন্য ওয়াটার পার্ক, রাইডার ছাড়াও পিকনিট স্পটসহ নানান বিনোদনের ব্যবস্থা  রয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত