মানিকছড়িতে পিসিপিসহ ৪ সংগঠনের বিক্ষোভ-সমাবেশ

Published: 23 Jul 2018   Monday   

খাগড়াছড়ি জেলা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান চঞ্চুমনি চাকমার উপরহামলা এবং কাউখালী-খাগড়াছড়িতে পাহাড়ি নারী ধর্ষণের প্রতিবাদে ও জড়িতদের গ্রেফতারের দাবীতে সোমবার মানিক ছড়িতে বিক্ষোভ সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)সহ চার সংগঠন। 

 

পিসিপি’র মানিকছড়ি উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক ডেবিট চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, মিছিলটি মানিকছড়ি সদরের ধর্মঘট থেকে শুরু করে কলেজিয়েট স্কুলে সামনে যেতে চাইলে মানিক ছড়ি গিরী মৈত্রী কলেজ গেইটে সামনে আইন-শৃখলা বাহিনী বাধা দেয়। পরে সেখান থেকে ফিরে আবার একই স্থানে গিয়ে প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন, পিসিপির খাগড়াছড়ি জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি তপন চাকমা, ডিওয়াইএফ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রুপেশ চাকমা, ১নং লক্ষীছড়ি ইউপি চেয়ারম্যান প্রবীল চাকমা, ২নং দুল্যাতলী ইউপি চেয়ারম্যান ত্রিলন চাকমা প্রমূখ। এ সময় হিলউইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক অবনিকা চাকমা, লক্ষীছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান বেবী রানী বসু ও ৩ নং বর্মাছড়ি ইউপি চেয়ারম্যান হরি মোহন চাকমা উপস্থিত ছিলেন।


বক্তারা, চঞ্চুমনি চাকমার উপর হামলাকারীদের গ্রেফতার, পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশের নারী নির্যাতন-ধর্ষণ-খুন-গুম-অপহরণ বন্ধ, সভা-সমাবেশে নিষেধাজ্ঞা বাতিল ও সারা দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত