বিশ্বকাপ ক্রিকেটে টাইগারদের জয়ে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের অভিনন্দন

Published: 09 Mar 2015   Monday   

বিশ্বকাপ ক্রিকেটে ইংল্যন্ডের বিপক্ষে ১৫ রানে বাংলাদেশের অবিস্মরণীয় জয় ও কোয়ার্টার ফাইনালে উঠায় টাইগারদের অভিনন্দন জানিয়েছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।

 

তিনি বাংলাদেশ ক্রিকেট দলকে রাঙামাটি জেলাবাসী ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে দলের সকল খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট সকলকে রক্তিম অভিনন্দন জানান। পাশাপাশি তিনি এ বিজয়ের পেছনের রুপকার দেশনেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রীকে জানাচ্ছি সশ্রদ্ধ সালাম জানিয়েছেন।

 

এদিকে বাংলাদেশ ক্রিকেট দলের জয়ে বিকালে রাঙামাটি শহরের ক্রিকেট ভক্তরা মোটর সাইকেল র‌্যালীবের করেছেন। এ আনন্দ র‌্যালীটি শহরে প্রদক্ষিণ করে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত