জেলার ৮ উপজেলার ৮টি দলের অংশগ্রহনে মঙ্গলবার খাগড়াছড়ি স্টেডিয়ামে শুরু হয়েছে ইয়াং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্ট প্রতিযোগীতা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)-এর উদ্যেগে খাগড়াছড়ি জেলা ত্রুীড়া সংস্থার ব্যবস্থাপনায় টুর্নামেন্টের উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক ও জেলা ত্রুীড়া সংস্থার সভাপতি মুহাম্মদ ওয়াহিদুজ্জামান।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দল কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করায় খেলোয়ার- কর্মকর্তাদের অভিনন্দন ও বাংলাদেশ দলের শুভ কামনা করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল খালেক, পৌর মেয়র রফিকুল আলম ও জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক জুয়েল চাকমা ও সহ সাধারন সম্পাদক নুরুল আজম।
উদ্বোধনী খেলায় অংশ নিয়েছে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় দল বনাম টেকনিকেল স্কুল এন্ড কলেজ । অংশ গ্রহনকারী দলগুলো হচ্ছে পুলিশ লাইনস স্কুল,কলেজিয়েট উচ্চবিদ্যালয়, ইসলামীয়া দাখিল মাদ্রাসা, নতুন কুঁড়ি উচ্চ বিদ্যালয়, এপিবিএন স্কুল এবং ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.