রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত

Published: 25 Oct 2018   Thursday   

বৃহস্পতিবার রাঙামাটি পার্বত্য জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

 

জেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় জেলার বিভিন্ন সরকারি সংস্থার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

সভায় সভাপতির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, বর্তমানে জেলার আইন শৃংখলা পরিস্থিতি যেরকম স্বাভাবিক রয়েছে এ পরিস্থিতি যেন আগামী সংসদ নির্বাচন ও পরবর্তীতেও বিদ্যমান থাকে সেবিষয়ে গুরুত্ব দেওয়ার জন্য জেলা ও পুলিশ প্রশাসনকে পরামর্শ দেন চেয়ারম্যান। অস্থিতিশীল পরিবেশ যাতে এ জেলায় না হয় সে বিষয়ে প্রশাসনকে সহযোগিতা করার জন্য তিনি সকলকে আহ্বান জানান। তিনি আরো বলেন, শহরের বিভিন্ন পয়েন্টে রাস্তার দুপাশে যত্রতত্র গাড়ী রেখে মালামাল উঠানামার কারণে যানজটের পাশাপাশি জনগণের চলাচলে বিঘœ ঘটছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান চেয়ারম্যান।

 

সভায় রাঙামাটি পুলিশ বিভাগের সহকারী পুলিশ সুপার রনজিত কুমার পালিত বলেন, অন্যান্য জেলার তুলনায় এ জেলার আইন শৃংখলা পরিস্থিতি অনেকাংশে ভালো। তিনি বলেন, এ জেলাকে মাদক ও সন্ত্রাসমুক্ত রাখতে পুলিশ প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। যে কোন অপরাধমূলক কর্মকান্ড ও মাদক বিক্রী ও সেবনের কোন তথ্য থাকলে তা পুলিশ প্রসাশনকে জানিয়ে সহযোগিতা করার অনুরোধ জানান তিনি।

 

জেলা খাদ্য বিভাগের সহকারী খাদ্য নিয়ন্ত্রক মাহমুদুল হাছান জানান, বর্তমানে জেলার খাদ্যভান্ডারে ৫৩৫৮ মেট্রিক টন খাদ্যশস্য মজুদ রয়েছে। এছাড়া খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় বিক্রয় কার্যক্রম অব্যাহত রয়েছে।

 

বিদ্যুৎ বিতরণ বিভাগের সহকারী প্রকৌশলী মোঃ মোশাররফ হোসেন মিরাজ জানান, চলতি মাসের ১৪অক্টোবর জেলার শুকুরছড়ি সাবষ্টেশন কেন্দ্রটি চালু করা হয়েছে। এতে করে জেলার বিদ্যুৎ গ্রাহকদের চাহিদা অনেকাংশে পূরণ হচ্ছে।

 

রাঙামাটি সরকারী মহিলা কলেজ এর অধ্যক্ষ মোঃ এনামুল হক জানান, কলেজের শিক্ষক সংকটের কারণে শিক্ষার্থীদের পাঠদানে সমস্যা হচ্ছে। এ বিষয়ে মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। এছাড়া কলেজের প্রভাষকদের আবাসন সমস্যার বিষয়টিও সভায় উপস্থাপন করেন তিনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত