বরকলে ভারতীয় মালামালসহ ৭জন আটক

Published: 11 Mar 2015   Wednesday   

রাঙামাটির বরকল উপজেলা সদরের ২২বর্ডার গার্ড ব্যাটালিয়নের জলযান ঘাটে বুধবার একটি ট্রলার তল্লাশি চালিয়ে ভারতীয় মালামাল ও এক নারীসহ ৬জনকে আটক করেছে বিজিবি। আটককৃতরা হলেন, বিয়ান সাং খুম বম (২৯) লালসম সাং (২৮) জিরকুমতাং (৩২) জয়তান বম (৪৬) সলমন বম (১৭) লাল বোয়াত তাং বম (৩৫) ও মিজ পারেং বম (৩৮)।

 

বিজিবি সুত্রে জানা যায়, বুধবার বিকালে ছোটহরিণা থেকে রাঙামাটি উদ্দেশ্য যাওয়া একটি ট্রলার বোটে উপজেলা সদরের বিজিবির জলযান ঘাটে পৌঁছলে দায়িত্বরত বিজিবির টহল দলের সদস্যরা তল্লাশি চালায়। এতে ট্রলারে রাখা ভারতীয় বিভিন্ন ধরণের কাপড়-চোপড় কসমেটিক ও ইলেকট্রনিক্স সামগ্রির মালামালসহ এক নারী ও ৬ জনকে আটক করে। আটক মালামালের আনুমানিক বাজার মূল্যে ২লক্ষ টাকা বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে। মালামালসহ আটকৃতদের বরকল থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যাক্তিরা বান্দরবান জেলার বাসিন্দা ও বম সম্প্রদায়ের বলে জানা গেছে।

 

বরকল থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল করিম জানান,আটককৃতদের থানায় সোর্পদ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত