মহালছড়িতে আদিবাসী স্কুল শিক্ষককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা

Published: 12 Mar 2015   Thursday   

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের পশ্চিম ক্যায়াংঘাট এলাকায় বুধবার রাতে অবসরপ্রাপ্ত এক স্কুল শিক্ষকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার নাম বিমল বিকাশ চাকমা(৫৫)। এসময় স্বামীকে বাচাঁতে গিয়ে বিরলতা চাকমা(৫০) গুরুত্বর আহত হয়েছেন।

 

জানা গেছে, মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের ক্যায়াংঘাট গ্রামে বুধবার রাত ১টায় স্কুল শিক্ষক মিলন বিকাশ চাকমা নামো এক অবসরপ্রাপ্ত এক প্রাইমারি স্কুল শিক্ষককে একদল দুর্বৃত্ত বাড়ীতে ঢুকে। এসময় মিলন বিকাশ চাকমাসহ তার পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন। দুর্বৃত্তরা এসময় মিলন বিকাশ চাকমাকে গলা কেটে হত্যা করে। তার স্বামীকে বাঁচানোতে গিয়ে দুর্বৃত্তরা বিরলতা চাকমা গুরুত্বর আহত হন। পাশ্ববর্তী লোকজন খবর পেয়ে তাকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় তাকে খাগড়াছড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মিলন বিকাশ চাকমা নিন্ম কেলেংগলছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক ছিলেন। তার বাবা মৃত রাজেন্দ্র কুমার চাকমা। বৃহস্পতিবার বিকেলে কেয়াংঘাট পারিবারিক মহাশম্মানে দাহ ক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

 

৪নং মাইসছড়ি ইউনিয়নের চেয়ারম্যান শান্তশীল চাকমা জানান, কে বা কারা এ ঘটনাটি ঘটেছে তা জানা যায়নি। এখনও পর্যন্ত কারা এ ঘটনা ঘটিয়েছে তার রহস্য উদঘাটন করা সম্ভব হয়নি । তবে যারা হত্যার কাজে লিপ্ত তারা খুবই সুক্ষ পেশাদার খুনী হবে বলে ধারনা করা হচ্ছে ।

 

মহালছড়ি থানা ভারপ্র্প্তা কর্মকর্তা(ওসি) মোঃ সেমায়ুর কবীর চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের পাঠানো হয়েছে। থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করেদেখছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত