রুমায় অগ্নিকান্ডে বসতঘরসহ ১৪টি বসতঘর পুড়ে ছাই

Published: 12 Mar 2015   Thursday   

বান্দরবানের রুমায় অগ্নিকান্ডে ১৪টি বসতঘর পুড়ে গেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে রুমা উপজেলার মাংলাইংগ্র পাড়ায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

 

২নং রুমা সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি মেম্বার উচিংমং মারমা জানান, সকাল সাড়ে ১১টার দিকে মংঞই মারমার এর বসতঘরের রান্নার চুলা থেকে   অগ্নিকান্ডের সূত্রপাত হয়। কাঁচা ঘর হওয়ায় মহুর্তেই আগুন চারিদিকে ছড়িযে পড়ে। এতে ১৪টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। তবে ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি এবং অগ্নিকান্ডের ঘটনায় কেউ হতাহতের খবর পাওয়া যায়নি।

 

রুমা থানার ওসি মো.শরীফুল ইসলাম মাংলাইংগ্র পাড়ায় অগ্নিকান্ডে ১৪টি পাহাড়ি ঘর পুড়ে গেছে বলে নিশ্চিত করেছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত