বরকলে এক ব্যক্তির মৃত্যু

Published: 12 Mar 2015   Thursday   

রাঙামাটির বরকল উপজেলার সদরের কিয়াং পাড়ায় ছালাপ্রু মারমা (৫৫) নামে এক আদিবাসীর করুণ মৃত্যু হয়েছে। পেশায় তিনি কাঠ মিস্ত্রি।

 

স্থানীয়রা জানাায়,উপজেলার  কিয়াং পাড়ার বাসিন্দা চিমাসা মারমা ল্যাট্রিনের জন্য গর্ত খূঁড়ে রেখেছেন। বুধবার সন্ধ্যা ৭টার সময় ছালামং মারমা বাজার থেকে ফেরার সময় ওই গর্তে পড়ে বুকে ঘাড়ে ও মাথায় মারাত্মক ভাবে আঘাত পান। ওই আঘাতে ছালামং মারমা গর্তের মধ্যে মারা যান। ছালাপ্রু মারমা স্ট্রোক করে গর্তে পড়ে গেছেন বলে পাড়ার অনেকের ধারণা।

 

 পাড়ার কার্বারী (গ্রাম প্রধান) মংমে মারমা জানান- ছালাপ্রু  মারমার এ অস্বাভাবিক মৃত্যুতে পাড়ার সকলেই মর্মাহত।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত