রাঙামাটি শহরে জাল টাকাসহ আটক ২

Published: 14 Mar 2015   Saturday   

রাঙামাটি শহরে বনরুপা বাজারের সমতাঘাট এলাকায় জাল টাকাসহ দু’জনকে আটক করেছে পুলিশ। এরা হল আব্দুল কাদেরের ছেলে মো. শাহিন (১৯)ওএকই গ্রামের মৃত- হাসর আলীর ছেলে মো.বাবুল মিয়া (২২)। তাদের বাড়ী লংগদু উপজেলার গোলশাখালী ইউনিয়নের পূর্ব জালালাবাদ গ্রামের আব্দুল কাদেরের

 

জানাগেছে, শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী থানার (এস আই) মো.ইউছুফের নেতৃত্বে একদল পুলিশ ফোর্স শহরের বনরুপা বাজারের সমতাঘাট এলাকা থেকে একটি দোকানে জাল টাকা লেদেন করার সময় মো. শাহিন ও মো.বাবুল মিয়া (২২) কে আটক করে। সময় আটককৃতরা এক হাজার টাকার তিনটি জাল টাকা লেনদেন করছিল। তাদের বিরুদ্ধে জাল টাকা রাখার অপরাধে একটি মামলা দায়ের করা হয়েছে।

 

কোতয়ালী থানার উপ-পুলিশ পরির্দশক (এস আই) মো. ইউছুফ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বলেন, আটকৃত দুজন দীর্ঘদিন ধরে জাল টাকা সংঘবদ্ধ সিন্ডিকেটের সাথে জড়িত থেকে কাজ করে যাচ্ছে।  রোববার তাদেরকেজেলা আদালতে হাজির করা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত