খাগড়াছড়িতে স্বনির্ভর বাজারে আগুনে পুড়ল ৮টি দোকান

Published: 14 Mar 2015   Saturday   

খাগড়াছড়ি জেলা সদরে স্বনির্ভর বাজারের ৮টি দোকান সম্পূর্ন পুড়ে ছাই হয়ে গেছে। এতে মালামালে ক্ষয়ক্ষতির পরিমাণ ৭০লক্ষ টাকা। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ঘটনা ঘটে।

 

জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে শহরের স্বনির্ভর বাজার এলাকায় একটি দোকানে হঠাৎ করেই আগুন লাগলে পাশে দোকানে ছড়িয়ে পড়ে। এতে ফায়ার সার্ভিসকে খবর দিলে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে  ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় । কিন্তু তার আগেই ৮টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে  আগুনের সূত্রপাত। এতে মালামালে ক্ষয়ক্ষতির পরিমাণ ৭০লক্ষ টাকা। অগ্নিকান্ডে দোকানে  রাখা চাউল, কাপড়-চোপড়, কসমেটিক, সাইকেল, কুলিং কর্নার মালামাল ইত্যাদি পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্থ দোকানী সৌমিত্র চাকমা(ডেকোরেটর), ক্রাভং মারমা(কাপড়), অশোক চৌধুরী(মুদি), তপন নাথ(কাপড়), থুইহ্লা মারমা(কাপড়), মোঃ হাসিম(মুদি), বিকাশ দেব(সেলুন/নাপিত জানিয়েছেন।

 

খবর পেয়ে সদর উপজেলা চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা, উপজেলা ভাইস-চেয়ারম্যান রনিক ত্রিপুরা, স্বনির্ভর বাজার কমিটি’র সেক্রেটারী মিলন কান্তি চাকমাসহ উর্দ্ধতন কর্র্তৃপক্ষ ও নেতৃবৃ›দ্ধরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত