জয়কে অপরহরণ ও হত্যার ষড়যন্ত্রের প্রতিবাদে রাঙামাটি কলেজে ছাত্রলীগের বিক্ষোভ-সমাবেশ

Published: 14 Mar 2015   Saturday   

শনিবার প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ও ডিজিটাল বাংলাদেশের রুপকার সজীব ওয়াজেদ জয়ের বিএনপি-জামায়াত কর্তৃক যুক্তরাষ্ট্রে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের প্রতিবাদে শনিবার রাঙামাটি সরকারী কলেজে বিক্ষোভ-সমাবেশ করেছে ছাত্রলীগ। 

 

ছাত্রলীগের রাঙামাটি সরকারী কলেজ শাখার দপ্তর সম্পাদক হামিদুর ইসলামের স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, জেলা ছাত্রলীগ ও কলেজ শাখার ছাত্রলীগের যৌথ উদ্যোগে আয়োজিত কলেজ প্রাঙ্গনে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রলীগের রাঙামাটি সরকারী কলেজ শাখার সভাপতি সজল দাস। বক্তব্যে দেন সংগঠনের কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক সুলতান মাহম্মুদসহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশ শুরুর আগে কলেজ প্রাঙ্গনে বিক্ষোভ-মিছিল বের করা হয়।


সমাবেশে বক্তারা প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়কে যুক্তলাষ্ট্রে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়ে বলেন, সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করা হলে বিএনপি-জামায়াতকে চিরতরে নিশ্চিহৃ করে দেয়া হবে এবং এ অপহরনের দায়ে খালেদা জিয়াসহ বিএনপি-জামায়াতের একাধিক গুরুত্বপুর্ন পদে থাকা ব্যক্তিদের বিচারের মূখোমূখী করার দাবি জানান।

 

বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রের সুষ্ঠধারাকে রক্ষা ও বর্তমান মহাজেট সরকারের উন্নয়নের ধারাবাহিকতাকে আরও দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত