দীঘিনালা পদযাত্রায় হামলা ও গুলি বর্ষণের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ সমাবেশ

Published: 15 Mar 2015   Sunday   

দীঘিনালা পদযাত্রায় হামলা ও গুলি বর্ষণের প্রতিবাদে রোববার ঢাকায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

 

পাহাড়ি ছাত্র পরিষদ ঢাকা শাখার দপ্তর সম্পাদক যুগল চাকমার স্বাক্ষরিত একপ্রেস বার্তায় বলা হয়, পাহাড়ি ছাত্র ছাত্রীবৃন্দ ব্যানারে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) ঢাকা শাখার নেতা সুজেল চাকমার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন পিসিপি`র কেন্দ্রীয় সভাপতি থুইক্যচিং মারমা, জেএসএস এমএন লারমা সমর্থিত পিসিপি ঢাকা শাখার সম্পাদক প্রতিভাস চাকমা ও পিসিপি ঢাকা শাখার সদস্য রিয়েল ত্রিপুরা প্রমুখ। সমাবেশের পর একটি বিক্ষোভ মিছিল পল্টন ঘুরে আবারও প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

 

বক্তারা দীঘিনালা জনগণের শান্তিপূর্ণ পদযাত্রায় আইন-শৃংখলা বাহিনীর হামলা অত্যন্ত নিন্দানীয় উল্লেখ করে অবিলম্বে বিজিবি`র ৫১ ব্যাটালিয়ন সরিয়ে নিয়ে উচ্ছেদ হওয়া ২১ পাহাড়ি পরিবারকে নিজ নিজ বসতভিটায় পুনর্বাসন ও পদযাত্রায় অংশগ্রহণকারীদের উপর হামলাকারী সেনা সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত