দীঘিনালায় পদযাত্রায় বাধা ও হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ

Published: 15 Mar 2015   Sunday   

দীঘিনালা ভূমি রক্ষা কমিটির উদ্যোগে ৫১ব্যাটালিয়ন সদর দপ্তর অভিমুখে শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে বাধাদান ও হামলার প্রতিবাদে রোববার খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল করেছে গণতান্ত্রিক যুব ফোরামসহ তিনটি সংগঠন।

 

গণতান্ত্রিক যুব ফোরাম খাগড়াছড়ি জেলা শাখা সদস্য সচিব রিপন চাকমা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শহরের স্বরির্ভর বাজারে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা কমিটির সদস্য বরুণ চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক মিনাকি চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি বিপুল চাকমা। এর আগে স্বনির্ভর বাজার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে চেঙ্গী স্কোয়ারে গেলে পুলিশ বাধা দেয়। এরপর মিছিলটি আবারও স্বনির্ভর বাজারে গিয়েশেষ হয়।

 

বক্তারা শান্তিপুর্ণ পদযাত্রা কর্মসূচিতে আইন-শৃংখলাবাহিনীর বাধা দান ও অংশগ্রহণকারী জনসাধারণের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ন্যায়সংগত দাবিতে শান্তিপূর্ণভাবে মিছিল-মিটিং, সভা-সমাবেশ করা একটি সংবিধান স্বীকৃত গণতান্ত্রিক অধিকার। আইন-শৃংখলাবাহিনী শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়ে এ গণতান্ত্রিক অধিকারকে পদধুলিত করেছে।

 

সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে জনগণের দাবি মেনে নিয়ে বিজিবি’র ৫১ ব্যাটালিয়ন সদর দপ্তর প্রত্যাহার, উচ্ছেদ হওয়া ২১ পরিবারকে তাদের নিজ নিজ জমি ও বসতভিটা ফিরিয়ে দেয়া ও তাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত