সালাহ উদ্দিনের মুক্তির দাবীতে পৌর মেয়রের নেতৃত্ব বিক্ষোভ-সমাবেশ

Published: 15 Mar 2015   Sunday   

বিএনপির যুগ্ন মহাসচিব সালাহ উদ্দিন আহম্মদের মুক্তির দাবীতে রোববার বান্দরবানে পৌর মেয়রের নেতৃত্ব বান্দরবানে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  অনুষ্ঠিত হয়েছে। 

 

জেলা বিএনপির কার্যালয়ে সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বান্দরবান পৌর মেয়র জাবেদ রেজা। বক্তব্যেদেন জেলা যুব দলের আহবায়ক আবু বক্কর,জেলা শ্রমিক দলের সহ-সভাপতি নুরুল ইসলাম,সাধারন সম্পাদক কামাল উদ্দিন,স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক জসিম উদ্দিন তুষার, কৃষক দলের সাধারন সম্পাদক আবুল কালাম প্রমুখ।

 

 সমাবেশের পুর্বে এক প্রতিবাদ মিছিল শহর প্রদক্ষিন করে সমাবেশের স্থলে জমায়েত হয়।

 

সমাবেশে বক্তারা অবিলম্বে বিএনপির যুগ্ন মহাসচিব সালাহ উদ্দিন আহম্মদের মুক্তি দাবী জানান। অন্যথায় আগামীতে যে কোন অনাকাংখিত পািরস্থিথির জন্য সরকারই দায়ি থাকবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত