ইসলামী ছাত্রসেনা রাঙামাটি পৌর ও সদর উপজেলা কমিটি গঠন

Published: 16 Mar 2015   Monday   

রোববার বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা রাঙামাটি পৌর ও সদর উপজেলা কমিটি গঠন করা হয়েছে।

এতে শায়ের মোঃ সাইফুল ইসলামকে সভাপতি, হাফেজ তানজিলুর রহমানকে সাধারন সম্পাদক ও মহিবুল্লাহ আজাদ ফাহিমকে সাংগঠনিক সম্পাদক করে ৩১সদস্য বিশিষ্ট রাঙামাটি সদর উপজেলা কমিটি গঠন করা হয়।

 

 সংগঠনের কার্যালয়ে সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি ছিলেন জেলা ইসলামী ফ্রন্টের সিনিয়র সহ-সভাপতি মাওলানা শফিউল আলম আল-ক্বাদেরী। রাঙামাটি সদর উপজেলা কমিটির বিদায়ী সভাপতি মোঃ নঈম উদ্দিন বাবুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক হাফেজ মোঃ মোছলেহ উদ্দিনের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জেলা যুবসেনার আহবায়ক মোঃ আলমগীর,রাঙামাটি জেলা ছাত্রসেনার সাবেক সভাপতি ইয়াছিন রানা সোহেল,বর্তমান সাধারন সম্পাদক মোঃ তারেক আজিজ।

 

সন্মেলনে শায়ের মোঃ সাইফুল ইসলামকে সভাপতি, হাফেজ তানজিলুর রহমানকে সাধারন সম্পাদক ও মহিবুল্লাহ আজাদ ফাহিমকে সাংগঠনিক সম্পাদক করে ৩১সদস্য বিশিষ্ট রাঙামাটি সদর উপজেলা কমিটি গঠন করা হয়।

 

এছাড়াও মোঃ ইউসুফ আলীকে সভাপতি, মোঃ সাইফুলকে সাধারন সম্পাদক ও মোঃ আবু শাহরিয়ার আদনানকে সাংগঠনিক সম্পাদক করে ২৭সদস্য বিশিষ্ট পৌর কমিটি গঠন করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত